আইডিয়াল শিক্ষা পরিবারের উদ্যোগে কালিয়াকৈরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আইডিয়াল শিক্ষা পরিবারের উদ্যোগে কালিয়াকৈরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক চিত্রাংকন(উন্মুক্ত) প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(২৯ অক্টোবর) সকাল ১০টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি সরকারি প্রাথমিক ও বেসরকারি বিদ্যালয় এর প্রায় ছয় শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশ নেয়।মোট দশটি গ্রুপের ১০০জন বিজয়ীদের মাঝে বিকালে ক্রেস্ট ও সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রথম আলো গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা,কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুলের সিনিয়র শিক্ষক বশির আহমেদ,ন্যাশনাল ব্যাংকের সফিপুর শাখা ম্যানেজার মাসুদুর রহমান, মাধ্যমিক শাখা প্রধান জি বারেক তারেক, প্রশাসনিক কর্মকর্তা সালাহ উদ্দিন সৈকত।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফয়জুর রহমান।বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী শাহ আলম মন্ডল, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের চারুকলা শিক্ষক আবুল হায়াত আল জাহিদ বিন জাহাঙ্গীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম, প্রাথমিক শাখা প্রধান আরাফাত রহমান, নিম্ন মাধ্যমিক শাখা প্রধান সুবেন্দু কুমার সরকার, জুয়েল মিয়া, বিপুল রানা সরকার,জয়া রায়সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।