অস্ত্র ও বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

অস্ত্র ও বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি :

অস্ত্র ও বিস্ফোরক মামলায় এক জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মৌলভীবাজারের একটি আদালত। রোববার দুপুরে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়ার বুধপাশা এলাকা তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরম্নদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।

সে ভারতের তিহার জেলেও যাবৎজীবন সাজা প্রাপ্ত আসামী হিসাবে সাজা ভোগ করে। ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশার শাহ ডিংগীর মাজারে বোমা বিস্ফোরণ ও ২০১৫ সালের ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার মামলা সহ আরো হয়েকটি মামলা বিচারাধীন রয়েছে সে।