অশান্ত হয়ে উঠেছে পাহাড়ের জনপদ

অশান্ত হয়ে উঠেছে পাহাড়ের জনপদ

শেয়ার করুন

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি প্রতিনিধি :

অশান্ত হয়ে উঠেছে পাহাড়ের জনপদ। ২৪ ঘণ্টার মধ্যে ৬ খুন, ছড়িয়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। বিশ্লেষকরা বলছেন, এসব রক্তক্ষীয় সংঘাতের পিছনে রয়েছে আঞ্চলিক সংগঠনগুলোর কোন্দল আর আধিপত্য বিস্তারের রাজনীতি।

প্রকাশ্য দিবালোকে, নিজের কার্যালয়ের সামনে গত ৩ মে আততায়ীর গুলিতে নিহত হন রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা। ঘটনার চব্বিশ ঘণ্টা না পেরোতেই তার শেষকৃত্যে যাওয়ার পথে খুন হন আরো পাঁচজন। স্থান ওই রাঙামাটি। খুন হওয়া পাঁচজনের মধ্যে ছিলেন নবগঠিত ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সভাপতি তপন জ্যোতি চাকমাও।

পাহাড়িদের দুইটি আঞ্চলিক রাজনৈতিক দল, সেটি আবার বিভক্ত ৪টি ভাগে। এদের অভ্যন্তরীণ কোন্দলের অশান্তিতে, বারবার রক্তাক্ত হচ্ছে পাহাড়।

দীর্ঘ সময়েও, পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়াকেও এসব সংঘাতের কারণ বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, নানিয়ারচরের হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।