‘অভিযান শেষ, নিহত দুই’

‘অভিযান শেষ, নিহত দুই’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আশকোনার জঙ্গি আস্তানার অভিযান শেষ হয়েছে। শনিবার বিকেলে ঘটনাস্থলে পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, এই অভিযানে নিহত হয়েছেন দুজন এবং চারজন আত্মসমর্পণ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিহত দুজনের মধ্যে একজন নারী জঙ্গি সুমনের স্ত্রী। আহত অবস্থায় একটি শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তবে অভিযান শেষ হলেও ভেতরে পরিষ্কার করার কাজ চলবে। ওই বাসার ভেতরে অসংখ্য তাজা গ্রেনেড, বোমা পড়ে আছে বলে জানান তিনি।

এর আগে শনিবার ভোররাত থেকে দক্ষিণখানের আশকোনার তিন তলা বাড়ি সূর্যভিলায় অভিযানে রয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও রয়েছেন সেখানে।

সকাল সাড়ে ৯টার দিকে জাহিদের স্ত্রী জেবুন্নাহারসহ চারজন পুলিশের কাছে ধরা দিয়ে জানান, ভেতরে এখনও দুই নারী এবং একজন পুরুষ রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বলেন, “ভেতরে তিনজন রয়েছেন। তাদের কাছে প্রচুর এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও সুইসাইড ভেস্ট রয়েছে।”

ঘটনাস্থলে থাকা উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “যারা ভেতরে আছে তাদের বারবার অত্মসমর্পণ করতে বলা হচ্ছে। কিন্তু তারা ভেতর থেকে বলছে-তাদের শরীরে গ্রেনেড বাঁধা, গ্রেপ্তারের চেষ্টা করলে বিস্ফোরণ ঘটাবে।”