অতিবৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত

অতিবৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত

শেয়ার করুন

এম কামরুজ্জামান,সাতক্ষীরা:

সাতক্ষীরায় অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল, চরম দূর্ভোগে খেটে খাওয়া মানুষ। সাতক্ষীরা সাতটি উপজেলার নিম্নাঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি,মাছের ঘের ও পুকুর। জলাবদ্ধতার কবলে পড়ে অনেক এলাকায় পানিবন্দি হওয়ার খবর পাওয়া গেছে। ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যেতে মারাত্মক দুর্ভোগে পড়েছে।

অতিবৃষ্টিতে শুধু জনজীবনে প্রভাব পড়ছে না সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ইতিমধ্যে শহরের অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গরীব অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তারা বৃষ্টিতে বের হতে না পেরে অলস সময় কাটাচ্ছেন। ব্যবসা বাণিজ্যেও মন্দাভাব। ক্রেতাশূণ্য হয়ে পড়েছে বিপনি বিতান গুলো। চরম দুর্ভোগের শিকার সাধারণ দিনমজুর শ্রেণির মানুষ।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তর বলেছে-বৃষ্টিপাত ও ঝড় হাওয়া অব্যাহত আছে। রবিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।