এটিএন টাইমস ডেস্ক :
রাজধানীর কারওয়ান বাজার, ঝিনাইদহ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
শনিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারের কাঁচা বাজার থেকে লটকন কিনে ফিরছিলেন বয়স্ক এক ব্যক্তি। সড়ক পার হওয়ার সময় ফার্মগেট থেকে আসা দিশারী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। রাস্তায় পড়ে গেলে, তাকে চাপা দিয়ে দ্রুত পলিয়ে যায় বাসটি।
এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের ঘিনাগাজীতে শুক্রবার রাত তিনটায় ঢাকামুখী ফরিদপুর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফরিদপুরের স্বপন কুমার সুত্রধর ও পাবনার আসাদ মল্লিক নিহত হন। আহত হন অন্তত বিশজন।
অন্যদিকে, সকালে ঝিনাইদহের হাটগোপালপুর কলেজের সামনে বাসচাপায় শাহিন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।