সুন্দরবন থেকে ২০ জেলেকে অপহরণ

সুন্দরবন থেকে ২০ জেলেকে অপহরণ

শেয়ার করুন

 

মংলা প্রতিনিধি :

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্চের ধানসিদ্ধির চর এলাকা হতে মুক্তিপণের দাবীতে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ী মংলার চিলা, উলুবুনিয়া ও বাগেরহাটের রামপালে।

জেলে-মহাজন সূত্র জানায়, সুন্দরবনের চাদপাই এলাকার ধানসিদ্ধির চর এলাকায় শুক্রবার ভোরে মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা জেলেদের উপর অতর্কিত হামলা চালায়। দস্যুরা ১১টি ট্রলারে হামলা চালিয়ে বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির লুট করে নিয়ে গভীর বনে চলে যায়। এছাড়া জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবীতে ১১টি ট্রলার হতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।

এদিকে র‌্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানিয়েছেন, অপহৃত জেলেদের উদ্ধারে র‌্যাব ৮ সুন্দরবনে অভিযান শুরু করেছে।

এছাড়া বৃহস্পতিবার বরিশালে র‌্যাব ৮ এর সদর দপ্তরে ২ দল দস্যু বাহিনীর ১৪ জন সদস্য ২০টি অস্ত্র ও ১ হাজার রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট জমা দিয়ে আত্মসমর্পণ করে ছিল। তারপরও কিন্তু সুন্দরবনে দস্যুতা থেমে নেই ।