সুনামগঞ্জ প্রতিনিধি:
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহৎ কয়লা শুল্কস্টেশন তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী দিয়ে আবারও কয়লা আমদানী শুরু হয়েছে।
বুধবার দুপুর ২ টায় ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্র্টার অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলরা এবং তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের কর্মকর্তা এবং দুই দেশের শুল্ক কর্মকর্তাদের উপস্থিতিতে আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়। এসময় মেঘালয়ের কয়লা বুঝাই কয়েকটি ট্রাক বাংলাদেশে এসে প্রবেশ করে।
ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসাও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে ২০১৪ ইংরেজির ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল (এনজিটি) মেঘালয় সরকারের অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন। একই বছরের ৬ মে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় মূখ্যসচিব এ ব্যাপারে প্রতিটি জেলায় নির্দেশ জারি করেন। এই নির্দেশে গ্রীণ ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয়ের জেলা প্রশাসকদের। এ কারণে ২০১৪ ইংরেজির ১৩ মে থেকে মেঘালয়ের সীমান্ত জেলাগুলোয় ১৪৪ ধারা জারি করে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এরপর থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কবন্দর সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও ও বাগলী দিয়ে কয়লা আমদানী বন্ধ হয়ে যায়।
রপ্তানীকারকরা আইনী লড়াই করে প্রথমে উত্তোলিত কয়লার রাজস্ব জমা দিয়ে ৩ মাস (এপ্রিল, মে ও জুন’২০১৫) রপ্তানীর সুযোগ পান। পরে এই সময় ৩ দফায় বাড়িয়ে গত ১৫ মে পর্যন্ত (বিভিন্ন সময় মিলে ৯ মাস) রপ্তানী কার্যক্রম চালু রাখা হয়। এই সময়ের মধ্যে কেবল উত্তোলিত কয়লা রপ্তানী করেছেন মেঘালয়ের রপ্তানী কারকরা। কিন্তু মাইনিং করতে পারেননি। গত বছরের ১৬ মে কয়লা রপ্তানী বন্ধ হয়ে যায়। এপারের তিন শুল্কবন্দরের ৪০০ আমদানীকারক বেকায়দায় পড়েন। বেকার হয়ে পড়েন কমপক্ষে ৫০ হাজার শ্রমিক।
কয়লা আমদানী আবারও শুরু হবার খবরে বুধবার সকাল থেকেই কর্মচাঞ্চল্য শুরু হয় সীমান্তের বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশনে। দুপুর ২ টায় ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্র্টার এসাসিয়েশনের সভাপতি জেসি ডিঙাং মেঘালয়ের কয়লা বুঝাই ট্রাক ওখান থেকে আনুষ্ঠানিকভাবে বড়ছড়া, চারাগাঁও ও বাগলীর উদ্দেশ্যে ছাড়েন। এপারে ট্রাক গ্রহণ করেন তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার। এসময় ভারতীয় অংশে রপ্তানী কারকদের মধ্যে জেপি হাস্যা, এম কার কারাংগার, নাছার সিং মরিউইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এপারেও আমদানীকারক নেতৃবৃন্দের মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট আমদানী কারক খসরুল আলম, তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সিনিয়র সহসভাপতি ফরিদ গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের কোষাধ্যক্ষ জাহের আলী, আন্তর্জাতিক সম্পাদক আবুল খায়ের, বড়ছড়ার কাস্টম অফিসার সমীর কুমার বসু, বিজিবি’র কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার জানান, ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ভারতের কয়লা রপ্তানী কারকরা সুপ্রিম কোর্টে আপিল করলে আদালত উত্তোলিত কয়লা রপ্তানীর জন্য গত পহেলা অক্টোবর আগামী ৩১ মে পর্যন্ত সময় বাড়িয়েছেন। কিন্তু রপ্তানী কারকরা রয়েলিটি জমা দেওয়াসহ নানা আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগায় আজ বুধবার থেকে রপ্তানী কার্যক্রম চালু হয়েছে।