সাতক্ষীরার শ্যামনগরে র্যাবের অভিযানে তিনটি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে শ্যামনগর উপজেলার চুনার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. মহসীন আলী। তিনি কালিগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের শওকাত আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ টি পাইপগান ও ৩ রাউন্ড গুলি।
র্যাব সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার চুনার ব্রীজ সংলগ্ন এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩ টি দেশী তৈরী পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ মহসীনকে আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।