শরীফুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
রাজবাড়ী জেলার পাংশা থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল মাজেদ মন্ডল (৫০) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল মাজেদ মন্ডল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং সে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। নিহত আব্দুল মাজেদ মন্ডল ওই এলাকার ছোরাপ আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে রাস্তার পাশে জলাশয়ে বস্তা বন্দি অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহ ঘটনাস্থলে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা।
নিহত আব্দুল মাজেদ মন্ডল শনিবার রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিল এবং তার মোবাইলফোন বন্ধ ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছে।