।। বান্দরবান প্রতিনিধি ।।
বৌদ্ধ মন্দিরগুলোতে তিন মাসের বর্ষাবাস ও কঠিন চীবর দানের পর বান্দরবানে অনুষ্ঠিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহা পিণ্ড চারণ উৎসব। এতে বান্দরবানের বিভিন্ন এলাকার বৌদ্ধ মন্দিরের দু’শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নেয়।
পুণ্য লাভের আশায় বৌদ্ধ নর-নারী ও দায়ক-দায়িকারা নতুন কাপড় পরে রাস্তার ধারে রঙ্গিন প্যান্ডেল বানিয়ে বৌদ্ধ ভিক্ষুকদের হাতে থাকা পাত্রে অন্ন দান করেন। এছাড়া বৌদ্ধ ভিক্ষুদের অগ্রভাগে থাকা স্বর্ণ দ্বারা নির্মিত বৌদ্ধ মূর্তিকে প্রার্থনা জানিয়ে দান উৎসর্গ করেন এই উৎসবে। শুক্রবার সকালে শহরের রাজগুরু বৌদ্ধ মন্দির থেকে ভিক্ষুরা বের হয়ে শহরের উজানীপাড়া, মধ্যমপাড়া, রাজার মাঠ এলাকা প্রদক্ষিণ করেন। এসময় শত শত বৌদ্ধ নর-নারীরা ভিক্ষুকদের প্রণাম করে অন্ন, মিষ্টান্ন, মোমবাতি দান করেন। উৎসবে পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার সহ অন্যরা উপস্থিত ছিলেন। বৌদ্ধ সম্প্রদায়ের পিণ্ড চারণ উৎসবটি বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী মায়ানমার, থাইল্যান্ড সহ বিভিন্ন বৌদ্ধ রাষ্ট্রগুলোতে প্রচলিত আছে।