বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা: মোট ১৩ জন শনাক্ত

বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা: মোট ১৩ জন শনাক্ত

শেয়ার করুন

borguna-rifat-murder-vid-wb_0
নিজস্ব প্রতিবেদক :

বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, চন্দন, হাসান ও নাজমুল। এদিকে এ ঘটনায় জড়িত মোট ১৩ জনকে শনাক্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এদিকে এ ঘটনায় জড়িত মোট ১৩ জনকে শনাক্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আসামিদের কেউ যাতে দেশত্যাগ করতে না পারে, সেজন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। শুক্রবার ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। রিফাত হত্যার আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য গতকালই সীমান্তে সতর্কতা জারির নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।  জড়িত তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে একদল যুবক। এসময় তার স্ত্রী বাধা দিয়েও তাদের ঠেকাতে পারেননি।