ফরিদপুরের চরাঞ্চলের গো-খামারীদের নিরাপত্তা রক্ষায় পুলিশের নৌ-টহল কার্যক্রমের উদ্ভোধন

ফরিদপুরের চরাঞ্চলের গো-খামারীদের নিরাপত্তা রক্ষায় পুলিশের নৌ-টহল কার্যক্রমের উদ্ভোধন

শেয়ার করুন

ফরিদপুরের চরাঞ্চলের গো-খামারীদের নিরাপত্তা রক্ষায় কোতয়ালী থানা পুলিশের নৌ-টহল কার্যক্রমের উদ্ভোধন

Screenshot (221)

।। কাম্রুজ্জামান সোহেল, ফরিদপুর ।।
আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে ফরিদপুরের চরাঞ্চলে গো-খামারীদের
নিরাপত্তা রক্ষা ও নদী পথে চুরি, ডাকাতি রোধে নৌ-টহল কার্যক্রমের
উদ্ভোধন করা হয়েছে।
রবিবার রাত ১০টায় সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাটে এ
কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
কোতয়ালী থানা পুলিশের উদযোগে নৌ-টহল কার্যক্রমের উদ্ভোধন করেন
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।
এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন কোতায়ালী থানার ওসি এম এ জলিল,
সেকেন্ড অফিসার বিল্লাল হোসেন, ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী
হাসান মিন্টু, নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান
মোস্তাকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আর এ নৌ-টহল কার্যক্রম
কোতয়ালী থানা পুলিশ প্রতিদিন রাত-৮টা হতে সকাল-৭টা পর্যন্ত
ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউয়নের ২০কিলোমিটার নদীপথে টহল দিবে।