।। সুনামগঞ্জ প্রতিনিধি ।।
নিজের প্রশান্তি ও নাতিকে আনন্দ নিতে বাড়ির পাশের নাইন্দা নাতিকে নৌকায় বসিয়ে একাই নৌকা চালালেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
শনিবার সকাল সাড়ে ১১ টায় পরিকল্পনা মন্ত্রীর শান্তিগঞ্জের বাড়ি হিজল খরচ’এর পেছনে নাতিকে নৌকায় তুলে নিজেই বৈঠা হাতে নিয়ে নৌকা চালালেন।
জানা যায়, শনিবার ভোর ৫ টা ১০ মিনিটে সিলেট রেলস্টেশন হতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে আসেন পরিকল্পনা মন্ত্রী। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করে উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় ছাড়াও দলের এবং অঙ্গসংগঠনগুলোর খোঁজ খবর নেন। বেলা ১১ টায় নাতি পাসকেল মান্নানকে নৌকায় বসিয়ে বৈঠা হাতে নদীতে ঘুরেন তিনি।
নৌকা থেকে নেমে ছেলে সাদাত মান্নান অভিকে বলেন, আমিও আনন্দ পেয়েছি, আমার নাতিও। পরে পরিকল্পনা মন্ত্রীর ছেলে সাদাত মান্নান অভিও ছেলে পাসকেল মান্নানকে নিয়ে নৌকা চালালেন।