এটিএন টাইমস ডেস্ক :
বগুড়া, যশোর ও টাঙ্গাইলে কথিত বন্দুকযুদ্ধ ও গোলাগুলিতে তিনজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, ভোরে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির তথ্যের ভিত্তিতে বগুড়ার মালতিনগর ভাটকান্দি সেতুর পূর্বপাড়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে পুতু সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, যশোরের চৌগাছায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া টাঙ্গাইলের বেগুনটালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মো. আফজাল নিহত হয়েছেন।