সাভার প্রতিনিধি :
শনিবার সাভার জাতীয় স্মৃতিসৌধে আসছেন বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টকে বরন করে নিতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান শনিবার সকাল নয়টায় চীনের প্রেসিডেন্ট ঢাকা থেকে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছবেন। ইতিমধ্যে তার আগমন উপলক্ষে স্মৃতিসৌধে ধোওয়া মোছা ও রংতুলির কাজ শেষ হয়েছে। এ উপলক্ষে ৯ অক্টোবর থেকে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
স্মৃতিসৌধে পৌঁছে তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় চীনের প্রেসিডেন্টকে তিন বাহিনীর গার্ড অব অনার দেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন। পরে তিনি স্মৃতিসৌধে একটি উদয়পদ্মা গাছের চারা রোপণ করবেন।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন উপলক্ষে এর আশ পাশে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির। তিনি আরও জানান স্মৃতিসৌধে তার আগমন উপলক্ষে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ২০টি গতিরোধক (স্পিড) তুলে ফেলা হয়েছে।