কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও সতর্কবার্তা প্রদান

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও সতর্কবার্তা প্রদান

শেয়ার করুন

received_229153885728080

।। সালাহ উদ্দিন সৈকত,কালিয়াকৈর,গাজীপুর।।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় কঠোরতম লকডাউনে সরকারী আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে দুইটি দোকানে আর্থিক দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল রবিবার(২৫জুলাই)কালিয়াকৈর উপজেলার চন্দ্রা,কালিয়াকৈর বাজার,কলেজ রোড,বোর্ড ঘর,বলিয়াদী ও বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করেন নীলিমা রায়হানা,নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন,গাজীপুর।

এসময় কলেজ রোডে অবস্হিত মেসার্স ফিহা এন্টারপ্রাইজকে দোকান খোলা রাখার অপরাধে নগদ দুই হাজার টাকা ও মেসার্স রাহাত এন্টারপ্রাইজকে নগদ এক হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করেন এবং সাথে সাথে দোকান দুটি বন্ধ করে দেন।১৮৬০ এর ২৬৯ ধারায় এই দন্ডাদেশ দেওয়া হয়।

এ সময় অহেতুক বাইরে ঘোরাফেরা না করতে ও জরুরী প্রয়োজনে মাস্কবিহীন চলাচল না করতে সেনাবাহিনীর গাড়ী থেকে মাইকিং করা হয়।এছাড়া অতি উৎসাহী কিছু মানুষকে বিনা কারনে রাস্তায় চলাচলের কারনে সাময়িক আটক করে মৌখিক সতর্কবানী দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্য সঙ্গে ছিলেন।