কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে।
পুলিশ জানায়, ভোরে উখিয়ার কেরুনতলী এলাকায় বিজিবির সঙ্গে মাদক কারবারীদের গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থল থেকে তারা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলো, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম ও ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের নবী হোসেনের ছেলে ফারুক হোসেন।
ঘটনাস্থল থেকে ধারালো কিরিচ, একটি দেশীয় অস্ত্র ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।