আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নেত্রকোণায় ৩৩৩ টি ঘর নির্মাণ করা হবে

আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নেত্রকোণায় ৩৩৩ টি ঘর নির্মাণ করা হবে

শেয়ার করুন

FB_IMG_1644512564096নেত্রকোণা প্রতিনিধিঃ মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের মৌলিক অধিকার বাসস্থান নিশ্চিতকল্পে গৃহহীন মানুষের জন্য গৃহীত উদ্যোগ, আশ্রয়ণ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করে চলছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নেত্রকোণা জেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে জেলায় ৩৩৩ টি ঘর নির্মাণ করা হবে। আজ কলমাকান্দা উপজেলায় তৃতীয় পর্যায়ের গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ আরো অনেকে।

এসময় জেলা প্রশাসক বলেন, “দেশব্যাপী আধুনিক গৃহনির্মাণ প্রকল্প আশ্রয়ণ এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের বাসস্থানের স্বপ্ন পূরণ করে চলেছেন এবং জেলা প্রশাসন, নেত্রকোণা এই উদ্যোগ নিরলসভাবে বাস্তবায়ন করে চলছে।”

এছাড়াও তিঁনি কলমাকান্দা উপজেলার ৭ নং কাইলাটি ইউনিয়নের নব্য নির্মিত ভূমি অফিস শুভ উদ্বোধন করেন এবং ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।