হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে আনোয়ারা বেগম নামের এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে পুলিশ।
চার বছর আট মাস কারাভোগ শেষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে আনুষ্টানিকতা শেষে তাকে দেশে ফেরত পাঠানো হয়।
হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি রফিকুল ইসলাম জানান, ২০১২ সালের মার্চ মাসে একটি নারীপাচার মামলায় আটক হন আনোয়ারা বেগম। জয়পুরহাট কারাগারে ৪ বছর ৮ মাস ১৯ দিন কারা ভোগ শেষে আজ তাকে ভারতে ফেরত পঠানো হয়।
আনোয়ারা বেগম ভারতের দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানার বালুপাড়া ফতেপুর গ্রামের গোমেজ মন্ডলের গৃহিনী।