সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো

সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো

শেয়ার করুন

5792বিশ্বসংবাদ ডেস্ক :

এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানি বংশোদ্ধুত ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো। সুইডিশ একাডেমি বৃহস্পতিবার এই পুরস্কারের ঘোষণা করে।

সুইডিশ অ্যাকাডেমির সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, কাজুও ইশিগুরো এমন একজন লেখক, যার মহৎ আবেগীয় শক্তির উপন্যাসগুলোতে, পৃথিবীর সঙ্গে মানুষের কাল্পনিক সংযোগের অতল গহ্বর আবিষ্কৃত হয়েছে। ইশিগুরো এ পর্যন্ত ৮টি বই লিখেছেন, যা এখন পর্যন্ত ৪০টি ভাষায় অনুদিত হয়েছে।

তার বিখ্যাত উপন্যাস দ্য রিমেইনস অব দ্য ডে ও নেভার লেট মি গো অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ উপন্যাসের জন্য ১৯৮৯ সালে বুকার পুরষ্কার পান ইশিগুরো। ১৯৫৪ সালে জাপানের নাগাসাকিতে জন্মগ্রহণ করেন কাজুও ইশিগুরো। ৫ বছর বয়সে পরিবারের সদস্যদের সাথে ব্রিটেনে পাড়ি জমান তিনি।