৪৫০ মিলিয়ন ডলারে দ্য ভিঞ্চির চিত্রকর্ম কিনলেন সৌদি যুবরাজ সালমান

৪৫০ মিলিয়ন ডলারে দ্য ভিঞ্চির চিত্রকর্ম কিনলেন সৌদি যুবরাজ সালমান

শেয়ার করুন

5605বিশ্বসংবাদ ডেস্ক :

নিউ ইয়র্কে গত মাসে নিলামে ওঠা লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘স্যালভাতো মুন্ডি’ ছবিটি বেনামে কিনেছিলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবিটির দাম ওঠে ৪৫০ মিলিয়ন ডলার।

এতদিন ক্রেতার নাম জানা না গেলেও মার্কিন গোয়েন্দা সংস্থা সম্প্রতি প্রকাশ করেছে ক্রেতার নাম। তারা জানায়, ক্রেতা ৩২ বছর বয়সী সৌদি যুবরাজ সালমান। সালমানের দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারীতে ছিলেন।

সিআইএ’র সাবেক কর্মকর্তা এবং সৌদি আরব বিষয়ক বিশেষজ্ঞ ব্রুস রিয়েডেল বলেন, নিজের দেশে দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দেয়ায় এত অর্থ দিয়ে চিত্রকর্ম কেনার বিষয়টি গোপন রেখেছেন যুবরাজ। যুবরাজের দু:সম্পর্কের আত্মীয় বাদের বিন আব্দুল্লাহ বিন মোহাম্মেদ চিত্রকর্মটি সালমানের নামে ক্রয় করেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো।