সুনামগঞ্জে উদীচী মঞ্চস্থ করলো ‘ইতিহাস কথা কও’

সুনামগঞ্জে উদীচী মঞ্চস্থ করলো ‘ইতিহাস কথা কও’

শেয়ার করুন

sunamgonj pic 1 05.09.16সুনামগঞ্জ প্রতিনিধি :

‘হিন্দু মুসলমানে দিল রায়ট লাগাইয়া, হায়রে কি যে বিষ হায় ব্রিটিশ ঢুকাইল প্রাণে’  ‘বীর বাঙালি অস্ত্র ধর দেশ স্বাধীন কর।’

ব্রিটিশ আমল থেকে স্বাধীন বাংলাদেশ। বিশাল ক্যানভাস। নানা ঘটনা। শিল্পীদের অসাধারণ পারফরমেন্স বা দক্ষতা যাই বলি না যেন একটি ফ্রেমে যেন জীবন্ত হয়ে ধরা দিল শ্রোতাদের সামনে।

অভিনয়ের কুশলতায় একে একে তারা দর্শকদের সামনে ফুটিয়ে তুললেন ব্রিটিশ শাসন, হিন্দু-মুসলমান দাঙ্গা, দেশমাতৃকার জন্য সূর্যসেন, তিতুমীর, ক্ষুদিরামের মতো দেশপ্রেমিকদের জীবন উৎসর্গ করার ঘটনা, ১৯৪৭ সালে উপমহাদেশে ভারত পাকিস্তান সৃষ্টি, সেই সময়কার বৈষম্য, বাঙালিদের প্রতি পাকিস্তানীদের অত্যাচার-নিপীড়ন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, ২৫ শে মার্চ কাল রাত, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। তবে স্বাধীনতা পেলেও ষড়যন্ত্র থেমে কি থেকে ছিল? সেই সময়কার নানা ঘটনাই যেন জীবন্ত হয়ে উঠেছিল একটি ফ্রেমে’।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার রাত সাড়ে ৮ টায় জেলা উদীচীর শিল্পীদের পরিবেশনায় মাহমুদ সেলিমের ‘ইতিহাস কথা কও’ গীতি আলেখ্যটি মঞ্চস্থ হয়। শুরুতে জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, নারী নেত্রী শীলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, উদীচীর সভাপতি বিজয় সেন রায়, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মী প্রমুখ।

জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা অডিটোরিয়াম ভর্তি দর্শকদের সামনে ‘ইতিহাস কথা কও’এর উপস্থাপনায় নির্দেশনা দিয়েছেন সাংস্কৃতিক সংগঠক ডা. সালেহ আহমদ আলমগীর। শিল্পীরা ছিলেন- অঞ্জন চৌধুরী, অ্যাড. প্রসেনজিৎ দে, অয়ন চৌধুরী, অপূর্ব বৈষ্ণব, জহির আহমদ, অন্তরা খাস নবীস, চন্দনা পাল, বাসনা পাল, লিমা বণিক, মুক্তা মল্লিক, রুবাইয়া, তৃষা দে, মাহবুব, পুলক রাজ, বর্ষা রায়, সাগর রায়, শুভজিৎ সেন আপন, নাহিদ, তৈয়বুর, ইমন, অন্তু ও হাবিব।