সাইমুনের কল্পনার ‘কল্পমহল’ বইমেলায়

সাইমুনের কল্পনার ‘কল্পমহল’ বইমেলায়

শেয়ার করুন

16805001_1207187916069641_548971702_oসাইফুল ইসলাম রিয়াদ: 

এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক সাইমুন মুসার কবিতার বই ‘কল্পমহল’। কবিতার এ বইটি প্রকাশিত হয় মহাকাল প্রকাশনী থেকে। পহেলা ফেব্রুয়ারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ভিসির উপস্থিতিতে কল্পমহলের মোড়ক উন্মোচন করা হয়।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে অধ্যয়নরত সাইমুন মুসা লেখালেখি শুরু করেন বছর চারেক আগে থেকে। ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি লেখার অভ্যাস থাকলেও মূলত কবিতা লিখতেই তিনি ভালবাসেন। কি ধরণের কবিতা লেখেন তা জানতে চাইলে বলেন ‘সমাজ, পরিবার, প্রকৃতি এবং মানুষের জীবনের গল্পই উঠে আসে আমার কবিতায়’।

16754054_1207188906069542_435464201_nনিজেকে কবি বলেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এ তরুণ তুর্কি। তবে তার কাছে পড়াশোনা সবার আগে। তিনি বলেন, লেখা লেখি করলেও আমি মূলত ছাত্র। আমার মূল আকর্ষণ এখনো পড়ালেখাতেই। খুব ভালভাবে ছাত্রজীবন শেষ করতে চান বলেও জানান এ কবি।

বই মেলার মত বড় প্লাটফর্মে কবিতার বই প্রকাশিত হওয়ায় খুবই উচ্ছ্বাসিত সাইমুন মুসা। তবে তার আনন্দের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে পাঠকদের নানারকম প্রতিক্রিয়া। তার ভাষায়, ‘প্রথম বই বলে হয়ত এক্সাইটমেন্টটা একটু বেশি, মোটামুটি সবকিছুই ভাল যাচ্ছে’।

কবি হিসেবে কাকে অনুসরণ করেন জিজ্ঞেস করলে একটু না ভেবেই বলে দেন, কাউকে অনুসরণ করিনা। তবে কাজী নজরুল ইসলাম এবং আল মাহমুদের কবিতা পছন্দ করি। কল্পমহলে মোট ৫৭টি কবিতা স্থান পেয়েছে। একুশে বই মেলার মহাকাল প্রকাশনীর ১৪৪ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে।