শাহজাদা বসুনিয়ার কবিতা ‘চিরকালের কামনা-বাসনা’

শাহজাদা বসুনিয়ার কবিতা ‘চিরকালের কামনা-বাসনা’

শেয়ার করুন

চিরকালের কামনা-বাসনা

শাহাজাদা বসুনিয়া

চারিদিকে নিশিথ রাত
নিশিথ পৃথিবী
উজ্জ্বল গোলাকার চাঁদ
একটু দূরেই জলপ্রপাত
আমি দাঁড়িয়ে থাকি
নীরব-নিঃশব্দে
পৃথিবী সুন্দর হয়ে ওঠে
রাত্রির রহস্য গভীর হয়ে ওঠে
হৃদয়ে প্রশ্ন জাগে-
একটি চমৎকার
সুগভীর-সহজ প্রশ্ন
গভীর রাত্রির কাছে।
বেঁচে থাকার একটা অর্থ আছে এই পৃথিবীতে
আমি ভালবাসতে শিখেছি এই পৃথিবীকে
বেঁচে থাকার জন্য আবারও জীবন চাই
মানুষরূপে জন্মিতে চাই
নবজীবন কামনা করি
অমৃতরসে জীবন ভরে হোক পরিপূর্ণ
জড়িয়ে ধরো আমাকে
হস্তচুম্বন করো আমাকে
মনের ভেতর প্রবাহিত হোক
জীবনের সব সুখ।
এখন গভীর রাত
রাত্রির গভীরে জীবন চাই
স্বপ্নের ভেতর হাসছে মধ্যরাত্রির ধ্বণি
পুরাতন রাত্রির গভীরতা স্তব্ধ
হৃদয়ের সব কোলাহল থেমে গেছে
অনিদ্রিত রাত্রি
এখানে দীর্ঘশ্বাস ছিলো
এখানে দুঃখ নিবিড়, দুঃখ গভীর।
এখন মধ্যরাত্রি
অনুভূতি রহস্যজনক
অনুভূতি ভয়ংকর
অনুভূতি সন্তর্পণে এগিয়ে চলে।
দীর্ঘশ্বাস স্বপ্নের ভেতর হাসে।
রাত্রির গায়ে পৃথিবী নিদ্রামগ্ন
কেন এত দীর্ঘ হয় রাত্রি ?
কেন নিরব রাতে জন্মিতে শখ জাগে ?
জগত গভীরে কেন ইশ্বর ডাকে ?
কেন পুনরাগমনে আমি আকাঙ্খা কাতর ?
ইশ্বরের দিকে প্রসারিত করি হাত
আমার বেদনা গভীরতর
বেদনা দূর হও
বিদায় কৈশোর
বিদায় যৌবন
আমার পদার্পন প্রৌঢ়ত্বে।
মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা ঘনিয়ে আসে
সব প্রহরেই দীর্ঘশ্বাস
সব প্রহরেই আনন্দ-তৃষ্ণা
সুখ-আনন্দ সবচে’ গভীর
চলে যাও, দূরে যাও অসীম দূঃখ কথা
আমি চাই প্রত্যাবর্তন এই নগরীতে,
এখানে থাকে লাল সূর্যাস্ত
এখানে চাঁদের আলো মায়াময়
এখানে শুনি গভীরে হৃদয়ের ধ্বণি
এখানে পাই মহাকালের শ্বাশ্বত সুখ
ধ্যানগম্ভীর রাত্রির নিকট প্রার্থনা করি পুনর্জীবনের।
নিশিথ রাত
নিশিথ পৃথিবী
তোমাকে ভালোবাসি গভীরভাবে, তোমাকে ভালোবাসি অনন্তকাল।
পুনর্জন্ম চাই
প্রত্যাবর্তন চাই
যেখানে অতীত ফিরে আসবে বারবার
অতীতের সমুদ্রপাড়ের ঠিকানাটা আমি জানি,
কত স্মৃতি-ধূসর আলোয় ভাসে।
মেঘহীন আকাশ, ঢেউহীন সমুদ্র আমাকে কাঁদায়
নারী ও নদীর দেহটাকে ভাবি
ঢেউয়ের মত মনটা লাফালাফি করে
সন্ধ্যা ঘনিয়ে আসবে
অস্তে যাবে সূর্যদেব
প্রতিক্ষার প্রহর ঘুরেঘুরে আসবে
আমার গভীরতা আমি বুঝবো স্বর্গীয় বাসনায়
আমি প্রত্যাবর্তন চাই, চাই মেঘমুক্ত হাসি
পল্লবিত সবুজ শ্যামলিমায় জীবন চাই
ঊর্বর মৃত্তিকায় বৃক্ষ হয়ে বেড়ে উঠবো
বৃক্ষছায়া হয়ে দান করবো সকলকে জীবনের ঐশ্বর্য
ভালোবাসি মানুষ আর সব প্রহর, আমি ভালোবাসি পৃথিবী।