শামসুর রহমানের জন্মদিন

শামসুর রহমানের জন্মদিন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, শামসুর রহমানের জন্মদিন আজ। ১৯২৯ সালের আজকের এই দিনে কবি জন্মগ্রহন করেন পুরান ঢাকার মাহুতটুলিতে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে কবি শামসুর রাহমান লিখেছেন ‘স্বাধীনতা তুমি’র মতো বিখ্যাত কবতিা। লিখেছেন সন্ত্রাস, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও। আসাদের শার্ট, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, অভিশাপ দিচ্ছি, ট্রেনসহ  অনেক কালজয়ী কবিতা লিখেছেন শামসুর রাহমান।স্বাধীনতা পূর্ববতী সময় পশ্চিমা সরকারের বিরুদ্ধে কবিতা লিখেও তৱকালীন সরকারের রোষানলে পড়েন তিনি।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কারাগারে থাকা অবস্থায় তাঁকে উদ্দেশ্য করে লেখেন অসাধারণ কবিতা ‘টেলেমেকাস’। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, জনদরদী কবি শামসুর রহমান  ২০০৬ সালের ১৭ আগস্ট পৃথিবী ছেড়ে চিরবিদায় নেন।