মহানায়ক ।। তাজ প্রধান

মহানায়ক ।। তাজ প্রধান

শেয়ার করুন
269597524_1529582807434759_4473958463577227029_n
মনে পড়ে তোমাকে সবসময়ই…
আজ একটু বেশি মনে পড়ে,
পঞ্চাশ যে ছুঁয়েছে…
সোনার বাংলা এখন তোমার স্বপ্নেরই রূপ নিয়েছে…!
৪৬৮২ দিন কারাবাস…!
৭১ এর ৭ মার্চ…
ময়দান রেসকোর্স…!
একটি ইশারা…একটি তর্জনী…
উত্তাল জনসমুদ্র,
একজনের কন্ঠধ্বনি…!
মুজিব নামের সিংহপুরুষের
ঘোষণার স্ফুলিঙ্গে…
এক হয়ে যাওয়া সাড়ে সাত কোটি আত্মা…
খাঁচা ভাঙার লড়াইয়ের বইছে পাগলা হাওয়া…!
নিজের মুক্ত আকাশে পাখনা মেলতে চাওয়া…
হালচাষের নেশায় ভুখন্ড আপন…
আস্থায় উদগ্রীব জনতা মৃত্যুকে করে আলিঙ্গন…!
মা’গো ও মা…
মায়েরা দিলে
বুকের ধন ছিরে ত্রিশ লক্ষ ,
সম্ভ্রম লুটে গেল দুই লক্ষ…!
তিতাস,মধুমতি,পদ্মা… গঙ্গা,যমুনা, ঘাগটের জল রঞ্জিত হলো লালে লালে…
রঞ্জিত হলো আড়িয়াল খাঁ…!
গৃহহারা,স্বজন হারা বুকে জ্বলছে প্রতিশোধের আগুন…
শরীর ব্যাবচ্ছেদের উৎসবে মাতাল কাক,শিয়াল আর শকুন…!
চোখ ও হাতদুটি পিছনে শক্ত করে বেঁধে,
বুলেটে বুকঝাঁঝরা করে…
জাতির বিবেকদের লুটিয়ে দেওয়া হলো সবুজ ঘাসে…
সবুজ মাঠ হলো পবিত্র লাশের বধ্যভুমি…
রক্তস্রোতে একে দিলে বিশ্বমানচিত্রে স্বাধীনতার লাল টকটকে সুর্য তুমি…!
নয় মাস…
বিভীষিকার নয়টি মাস…!
যুদ্ধ,ক্ষুধা, মৃত্যু, লুট,আগুন,
আর বিশ্বাস ঘাতকের হিংস্রতাকে করে জয়,
প্রসবের সুখে
এনে দিলে বিজয়…!
আজ সেই ১৬ ডিসেম্বর…
গোলামী থেকে ঝিনিয়ে করলে মুক্ত দেশটা…
দ্বরাজ কন্ঠে বলতে পারি তাই…
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি…তুমি যে এখন নিজের, নিজের এবং-ই নিজের …!