বরেণ্য কথাশিল্পী শওকত ওসমানের জন্মশতবর্ষ

বরেণ্য কথাশিল্পী শওকত ওসমানের জন্মশতবর্ষ

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক :

বরেণ্য কথাশিল্পী শওকত ওসমানের জন্মশতবর্ষ সোমবার। ১৯১৭ সলের এই দিনে তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন।

বিংশ শতাব্দীর  বাংলা কথাসাহিত্যে শওকত ওসমান অন্যতম শ্রেষ্ঠ নাম। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সাহসী কলমযোদ্ধা। তার লেখায় উচ্চারিত হয়েছে- স্বদেশ ও সম্প্রীতির কথা, মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষ স্বদেশের কথা।

তাঁর রচিত উপন্যাস ক্রীতদাসের হাসি আজও যে কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে গণজাগরণের অনুপ্রেরণা। তাঁর বহুল আলোচিত ও সমাদৃত ‘জননী’ উপন্যাসটি ইংরেজি ভাষায় অনূদিত হয়ে ঠাঁই করে নিয়েছে বিশ্বসাহিত্যে। শততম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে স্মরণ করা হবে এই বহুমাত্রিক লেখককে। দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দিনভর উৎসবে থাকবে- লেখকের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, সঙ্গীত, আবৃত্তি, নাটক পরিবেশনা এবং চলচ্চিত্র প্রদর্শনী।