বব ডিলান ৮০

বব ডিলান ৮০

শেয়ার করুন

Bob Dilan

বব ডিলান আসলে কে বা কী, এই নিয়ে বিস্ময়, অনিশ্চয়তার ঘোর বা বিতর্ক আজও কাটেনি। শুধুমাত্র ‘সিঙ্গার-সংরাইটার’ তিনি তো নন, তিনি বিশুদ্ধ একজন কবি, সাহিত্যে নোবেল পুরস্কারজয়ীও। ক্রিয়েটিভ আর্টিস্ট বলতে যা যা বোঝায়, ডিলান সেই সবই। তাঁর গান-রচনা, লেখালিখি বাদ দিয়ে একবার দেখে নিন তাঁর চিত্রশিল্প, তাঁর ধাতুশিল্প-কারুকাজ, তা হলেই বোঝা যায়, শিল্পের সর্বঅঙ্গ স্পর্শ করতে পারেন তিনি সমান দক্ষতায়, ক্ষমতায়। কে যেন একবার বলেছিলেন যে, বব ডিলান হলেন একবিংশ শতকের শেক্সপিয়র, শেক্সপিয়রের সময়ে শেক্সপিয়র যা করেছেন, একইভাবে ডিলানের সময়ে ডিলানও সে-কাজই করেছেন— পারফরমিং আর্ট আর ক্রিয়েটিভ সেরিব্রাল আর্টকে মিশিয়ে দিয়েছেন সফলভাবে। এ বছর আশিতে পড়লেন ডিলান। নানাভাবে উদ্‌যাপিত হয়েছে এ উপলক্ষ। কলকাতা শহরে— এ কোভিডকালেও— অনুষ্ঠান হয়েছে, তাঁকে কেন্দ্র করে। আর বিশ্বজুড়ে ডিলান-চর্চা এখনও অব্যাহত। অসংখ্য বই তাঁকে নিয়ে তো আছেই। এবার আরও-কয়েকটি প্রকাশিত হল, পুনঃপ্রকাশিত হল। নতুন বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল জন বলডি-র লেখা দ্য ক্যামেলিয়ন পোয়েট: বব ডিলানস সার্চ ফর সেল্ফ, শন লেদম সম্পাদিত দ্য ওয়ার্ল্ড অফ বব ডিলান, পল মরলি-র ইউ লুজ় ইওরসেল্ফ, ইউ রিঅ্যাপিয়ার: বব ডিলান অ্যান্ড দ্য ভয়েসেস অফ আ লাইফটাইম, ক্লিনটন হেলিন-এর দ্য ডবল লাইফ বব ডিলান: আ রেস্টলেস, হাংরি ফিলিং (১৯৪১-১৯৬১)। পরিশোধিত ও পরিবর্ধিত হয়ে পুনঃপ্রকাশিত হল ডিলানের দু’টি বহু-প্রশংসিত প্রামাণ্য জীবনী— রবার্ট শেলটনের বব ডিলান: নো ডিরেকশন হোম এবং হাওয়ার্ড সুনেস-এর ডাউন দ্য হাইওয়ে: দ্য লাইফ অফ বব ডিলান

  • দেশ পত্রিকা থেকে নেয়া