দোহারের গায়ক কালিকা প্রসাদ সড়ক দুর্ঘটনায় নিহত

দোহারের গায়ক কালিকা প্রসাদ সড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন

indexবিশ্বসংবাদ ডেস্ক :

উপমহাদেশের জনপ্রিয় বাংলা লোকসঙ্গীত ব্যান্ড দোহার-এর মূল গায়ক কালিকাপ্রসাদ ভট্টাচার্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়, কলকাতা থেকে বীরভূমের সিউড়ি শহরের দিকে যাওয়ার পথে, হুগলি জেলার গুড়াপ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি উল্টে যায়।

গাড়িতে কালিকাপ্রসাদ ছাড়া আরও ৫ জন ছিলেন। দুর্ঘটনার পরই সবাইকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান কালিকাপ্রসাদ। বাকি ৫ জনের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কালিকাপ্রসাদ ভট্টাচার্য আসামের শিলচরের মানুষ। বড় হওয়া, সঙ্গীত শিক্ষা সবই সেখানে। কলকতায় ১৯৯৯ সালে কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলেন  দোহার ব্যান্ড। পশ্চিমবঙ্গ, উত্তরপূর্বাঞ্চল এবং বাংলাদেশের বিভিন্ন আঙ্গিকের লোকসঙ্গীত সংগ্রহ করে সারা পৃথিবীর সঙ্গীতপ্রেমীদের কাছে পরিবেশন করে জনপ্রিয় হয় দোহার। সঙ্গীত পরিবেশন ছাড়াও লোকসঙ্গীত নিয়ে গবেষণাও করতেন কালিকাপ্রসাদ।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। তার স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে।