চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী

চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামের নিজ বাড়ির আঙিনায় তাকে শায়িত করা হয়।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯২৮ সালে তিনি নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে লেখাপড়া শুরু করেন। স্কুলের অবসরে তার বাবাকে কাজে সহযোগিতার করার ফাঁকে ছবি আঁকতে শুরু করেন। একবার পঞ্চম শ্রেণিতে থাকতে রাজনীতিক ও জমিদার শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের পোট্রেট আঁকেন এসএম সুলতান। ছবি দেখে মুগ্ধ হন শ্যামাপ্রাসাদসহ অন্যরা।

১৯৪৫-৪৬ সালে ভারতের সিমলায় তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয়। চারুকলা শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯৬৯ সালের ১০ জুলাই নড়াইলে ‘দি ইনস্টিটিউট অব ফাইন আর্ট’ প্রতিষ্ঠা করেন। ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এছাড়্রাও পেয়েছেন অসংখ্যা সম্মাননা।