চিত্রশিল্পী এসএমসুলতানের ৯৩তম জন্মবার্ষিকী

চিত্রশিল্পী এসএমসুলতানের ৯৩তম জন্মবার্ষিকী

শেয়ার করুন

aa-1437638391
নড়াইল প্রতিনিধি :

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী আজ। ১৯২৪ সালের এইদিনে নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন ‘মাটি ও মানুষের এই চিত্রশিল্পী’।

মানবতাবাদী সুলতান চিত্রাঙ্কনের পাশাপাশি বাঁশিসহ অন্যান্য সুরযন্ত্র বাঁজাতেও পটু ছিলেন। তার সঙ্গী ছিলো-বিভিন্ন প্রজাতির পশু ও পাখি।  শিল্পের মূল্যায়ন হিসেবে ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার পেয়েছেন।

এদিকে, ২০০১ সাল থেকে সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন গুণী চিত্রশিল্পীকে সুলতান পদক দেয়া হচ্ছে।  বরেণ্য এই শিল্পী অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসএম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ নড়াইলে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।