কুষ্টিয়ায় দ্বিতীয় দিন মতো চলছে লালন শাহ স্মরণোৎসবের

কুষ্টিয়ায় দ্বিতীয় দিন মতো চলছে লালন শাহ স্মরণোৎসবের

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আঁখড়া বাড়িতে দ্বিতীয় দিন মতো চলছে বাউল ফকির লালন শাহ স্মরণোৎসবের। ভোর থেকে মাজার প্রাঙ্গণ মুখড়িত হয়ে ওঠে ভক্ত-সাধু, লালন অনুসারী ও বাউল-ফকিরদের পদচারণায়। লালন স্মরণোৎসবে আত্মিক প্রশান্তির প্রয়াসে ভক্ত-অনুসারী ছাড়াও এসেছেন অসংখ্য দর্শনার্থী।

লালন সাঁইজি তাঁর জীবদ্দশায় শিষ্যদের নিয়ে দোল পূর্নিমা রাতে, ছেঁওড়িয়ার কালীগঙ্গা নদীর তীরে, রাতভর তত্ত্বকথা, দৈন্য বাণী ও গান পরিবেশন করতেন। তাঁর মৃত্যুর পরও ভক্ত-শিষ্যরা বিশেষ এই উৎসব পালন করে আসছেন বছরের পর বছর ধরে। লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার দর্শন নিয়ে প্রতিদিন সন্ধ্যায় লালন মঞ্চে চলবে আলোচনা সভা।

সাধু-সঙ্গের পূর্ণ সেবার মধ্যেদিয়ে দুপুরে দ্বিতীয় দিনের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তারপরও সাধুরা আরো দুদিন সেখানে অবস্থান করবেন।শনিবার রাতে, লালন মাজার সংলগ্ন মঞ্চে উৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার ফারুক।