কবি শামসুর রাহমানের একাদশতম মৃত্যুবার্ষিকী

কবি শামসুর রাহমানের একাদশতম মৃত্যুবার্ষিকী

শেয়ার করুন

1471323810নিজস্ব প্রতিবেদক :

আজ দেশের সাম্প্রতিককালের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের একাদশতম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এদিনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান তিনি।

তিনি ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, সাংবাদিক, গীতিকার ও কলামিস্ট।মুক্তিযুদ্ধে, মৌলবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার কবিতা মানুষকে উজ্জীবিত করেছে, জুগিয়েছে প্রেরণা।

কবি শামসুর রাহমান ১৯ বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন। প্রথম কবিতা ‘উনিশশো ঊনপঞ্চাশ’ প্রকাশিত হয় সাপ্তাহিক সোনার বাংলায়। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আদমজী পুরস্কার, একুশের পদক, কলকাতা থেকে আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।