ইকরাম আহমেদ লেলিনের কবিতা “ক্লাইমেট চেঞ্জ”

ইকরাম আহমেদ লেলিনের কবিতা “ক্লাইমেট চেঞ্জ”

শেয়ার করুন

ক্লাইমেট চেঞ্জ

ইকরাম আহমেদ লেলিন

ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ
জলবায়ু গেছে ঘুরে
ভরা বসন্তে কনকনে শীত
রাতে শুই কাঁথা মুড়ে
কভু ঝম ঝম বৃষ্টির খেলা
বর্ষা মেনেছে হার
মেঘে নেয়ে উঠি দুপুর না হতে
সব ঋতু একাকার
গ্রীষ্মের তাপ পাবো জানি ঠিক
গ্রীষ্ম ফুরিয়ে গেলে
103_shutterstock_88550854-740pxবর্ষার জল ঘন কালো মেঘে
হেমন্তে গিয়ে মেলে
গ্রীষ্ম-বর্ষা পানি বিনে থাকি
অস্থির হয়ে রই
চাতকের মত চেয়ে থাকি শুধু
মেঘ কই মেঘ কই
শরৎ কখন আসে চলে যায়
কাশবন শুধু জানে
আসে হেমন্ত বুঝি মোরা সবে
কৃষকের কলগানে
শতিকালে সবে হাহাকার করি
কোথা গেল শীত বুড়ি
বৈশাখী ঝড় শীতকালে দেখি
ঝড়ে ভাঙে মায়াপুরী
পদ্মা-যমুনা প্রান যায় যায়
বালুচর সীমাহীন
উজার হয়েছে সবুজ বনানী
ধাপে ধাপে দিন দিন
বন্যা খরার নাই কোন তাল
কখন কি নেমে আসে
climate-change-co2-emissions-evening-view-industrial-landscape-city-smoke-586646627-1068x601গ্রীষ্মের ঝড়, বর্ষার জল
মহা কৌতুকে হাসে
জলবায়ু ঘোরে  বিশ্ব ভুবনে
পঞ্জিকা গেছে ভুলে
সুনামীর শ্রোত ধবংস হানিছে
সকরুণ সুর তুলে
সাগরে হারালো কত ছোট দীপ
ডুবে যায় কত দেশ
ভিটেমাটিহারা হজার জনতা
কান্নার নাই শেষ
মেরু ভল্লুক আশ্রয় খোঁজে
হতবাক দিশেহারা
গরম পৃথিবী গলছে বরফ
কঠিন বিপদে ধরা
জ্বরে কাঁপে আজ নিখিল বিশ্ব
কার্বন গ্যাস খেয়ে
জ্বর সারাবার কুইনিন কই
অসহায় রই চেয়ে
‘রোগীকে বাঁচাও’ ফরিয়াদ শুধু
রোগ নয় অবহেলে
রইবে না কেউ রবে না বিশ্ব
সময় ফুরিয়ে গেলে