অবশেষে নোবেল পুরস্কার নিতে সম্মত বব ডিলান

অবশেষে নোবেল পুরস্কার নিতে সম্মত বব ডিলান

শেয়ার করুন

c509e79ba5b3409c18094273ed191df2-Pic-7বিশ্বসংবাদ ডেস্ক :

অনেক জল্পনা-কল্পনার পর নোবেল পুরস্কার নিতে সম্মত হয়েছেন মার্কিন সংগীত শিল্পী বব ডিলান। চলতি সপ্তাহেই স্টকহোমে এ পুরস্কার গ্রহণ করবেন তিনি। সুইডিশ একাডেমি সোমবার এই কথা ঘোষণা করেছে।

২০১৬ সালের অক্টোবরে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য বব ডিলান-এর নাম ঘোষণা করা হয়। সঙ্গীতের জন্য তাকে এ সম্মানে ভূষিত করেন নোবেল কমিটি।

১৯৯৩ সালের পর এই প্রথমবারের মতো কোনও মার্কিন নাগরিক সাহিত্যে নোবেল পেলেন। কিন্তু নোবেল পুরস্কারের জন্য বিজয়ী হলেও এতোদিন পর্যন্ত এ পুরস্কার গ্রহণ করেননি বব ডিলান। এমনকি নোবেলের ৯ লাখ ১০ হাজার ডলার সমমূল্যের অর্থ নেওয়ার জন্য যে বক্তব্য দেয়ার কথা সেটিও দেননি তিনি।

যদি জুন মাসের মধ্যে ডিলান বক্তব্য প্রদান না করেন তাহলে পুরস্কারের ৯ লাখ ডলার হাতছাড়া করতে হবে। তবে সুখবর হচ্ছে বব ডিলান ও সুইডিশ একাডেমি এই সপ্তাহে মিলিত হচ্ছে। বৈঠকটি হবে ছোট এবং আন্তরিক। সেখানে কোনো গণমাধ্যম উপস্থিত থাকবে না।