নজরুলের বন্দনা গীতি প্রসঙ্গে : পীযূষ কুমার ভট্টাচার্য্য

নজরুলের বন্দনা গীতি প্রসঙ্গে : পীযূষ কুমার ভট্টাচার্য্য

শেয়ার করুন

Nazrul_Song

কাজী নজরুল ইসলাম রচিত ‘এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন’। গানটি আগমনি এবং বিভিন্ন বিষয়ে প্রাসঙ্গিক। উল্লেখ্য গানটি দেবী মা’র পাশাপাশি প্রতীকী অর্থে দেশমাতৃকার প্রতি নিবেদিতও বলা যায়। বাংলাদেশের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাককালে, মুক্তিযুদ্ধ চলাকালীন এবং পরবর্তীতে এই গানটি ব্যাপকভাবে পরিবেশিত হয়। সেই ধারা বহমান। কোনো কিছুর উদ্বোধনেও গানটি প্রাসঙ্গিক হিসেবে গাওয়া হয়ে থাকে। গানটিতে আদর্শকে চিত্তে লালন করে এগিয়ে যাওয়ার জন্য পূজিতা মায়ের পূজা আরম্ভ হবে সুন্দরভাবে চিত্রিত হয়েছে।

পূজিতা মাকে আকুল স্বরে আহ্বান জানানো হয়, তুমি সবসময় ঘরে থেকো। তোমার বিসর্জন হবে না। তুমি পুরুষ-নারী সকলের প্রাণ। তোমার পীঠস্থানে কোনো ভেদাভেদ থাকবে না। ঐকান্তিক প্রচেষ্টায় সকলে মিলে সিংহাসন পাতব। সেখানে ছোঁয়াছুঁয়ি উচু-নিচুর কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মিলে দেবী বন্দনায় মেতে উঠব। আমরা সবাই তো বিশ্বজননীর সন্তান। সকলে ভেদাভেদ ভুলে, হানাহানি না করে, সর্বজনীনতায় মেতে উঠব। এই ধরণীতে তৈরি হবে সম্প্রীতির ফুলের বাগান, প্রত্যহ প্রেম-প্রীতির অবয়বে জেগে উঠবে মানবতার বহিঃপ্রকাশ। বাস্তবে রূপ নিবে ধর্ম যার যার উৎসব সবার।

উল্লিখিত গানটি ১৯৩৯ সালের ২২ অক্টোবর বেতারে সঙ্গীতালেখ্য ‘বিজয়া দশমী’ অন্তর্ভুক্ত গানগুলোর মধ্যে এটা একটি। সংগঠনা – নজরুল, শ্রেণি – কোরাস। ১৯৪৩ সালের সেপ্টেম্বর মাসে শিল্পী সত্য চৌধুরীর কণ্ঠে এইচ. এম. ভি থেকে গানটি রেকর্ড হয়। নং – এন ২৭৩৯৫। গানটির সুর করেন নিতাই ঘটক। ‘সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা’ পত্রিকায় ১৩৪৭ বঙ্গাব্দের আশ্বিন মাসে স্বরিলিপি সহ গানটি প্রকাশিত হয়। স্বরিলিপিকার-বিজলী ধর। এ ছাড়াও ‘প্রবর্তক’ পত্রিকায় ১৩৪৭ বঙ্গাব্দের কার্তিক মাসে, শিরোনাম – আগমনী, প্রকাশিত হয়।

দুটো গ্রন্থে গানটি প্রকাশিত হয়। ১. নজরুলগীতি – অখণ্ড, হরফ। ২. নজরুল রচনাবলী, ৩য় খণ্ড, ঢাকা। স্বরিলিপি প্রকাশিত হয়, সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড, কলিকাতা। গানটির বাণী : এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন।। সকল জাতির পুরুষ-নারীর প্রাণ সেই হবে তোর পূজা-বেদী মা তোর পীঠস্থান; সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতবো মা তোর সিংহাসন।। সেথা রইবে নাকো ছোঁয়াছুঁয়ি উচ্চ-নীচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃ-নামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল, ভুলব হানাহানি দীন-দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত, নিত্য-প্রেমের বৃন্দাবন।।

পরিচিতি : লেখক ও নজরুল গবেষক বাংলাদেশ।