আবারও নেদারল্যান্ডসের কোচ হচ্ছেন কোম্যান

আবারও নেদারল্যান্ডসের কোচ হচ্ছেন কোম্যান

শেয়ার করুন

Coach

ক্রীড়া ডেস্ক।।

২০১৮ বিশ্বকাপে খেলতে ব্যর্থ নেদারল্যান্ডসকে আবারও জাগিয়ে তোলার কাজটা করেছিলেন তিনি। নিয়ে গিয়েছিলেন নেশন্স লিগের নকআউটে। তবে রোনাল্ড কোম্যান এরপরই বার্সেলোনার দায়িত্ব নিতে ছাড়েন ডাচ ফুটবল দলের দায়িত্ব। ২০২২ বিশ্বকাপ শেষে সেই কোম্যানকেই আবারও দায়িত্বে ফেরাচ্ছে ডাচরা।

৫৯ বছর বয়সী কোম্যান ৭০ বছর বয়সী ফন হালের জায়গাটা নেবেন বলে জানা গেছে। গেল রোববার ফন হাল জানিয়েছেন, প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিনি।

‘আমি বেশ গর্ব নিয়ে এ কথা জানাচ্ছি যে, বিশ্বকাপের পর আমি আবারও জাতীয় দলের কোচ হতে চলেছি। নতুন এই চ্যালেঞ্জের সামলাতে মুখিয়ে আছি আমি। নতুন সাফল্য অর্জন করতে তর সইছে না আমার।’

এর আগে ২০১৮ সালে দলটির দায়িত্ব নিয়েছিলেন সাবেক সাউদাম্পটন ও এভারটন কোচ কোম্যান। প্রথম ধাপে তার দায়িত্বটা শুরু হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। দলকে বিশ্বকাপে নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় সাবেক কোচ ডিক অ্যাডভোকাট পদত্যাগ করেন। এরপরই কোম্যানকে নিয়ে আসা হয় ডাচ দলের দায়িত্বে।

কোম্যান এরপর দলটিকে নিয়ে গেছেন ২০১৯ উয়েফা নেশন্স লিগের ফাইনালে। ১-০ গোলে পর্তুগালের কাছে হেরে শিরোপা অবশ্য জেতা হয়নি দলটির। ২০২০ ইউরোয় দলকে নিয়ে গিয়েছিলেন কোম্যান।