হিলারির প্রচারণায় ওবামা

হিলারির প্রচারণায় ওবামা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নিউমোনিয়া আক্রান্ত হিলারি ক্লিনটন অসুস্থ্য হওয়ায় এবার ডেমোক্রেট শিবিরের পক্ষে প্রচারণা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এই প্রথম হিলারির পক্ষে তিনি একাই প্রচারণায় অংশ নিলেন।

hillary-obamaএর অংশ হিসেবে মঙ্গলবার ফিলাডেলফিায় শ্রমিক সমাবেশে প্রচারণা চালান তিনি। এ সময় বক্তব্যে ওবামা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি কখনো শ্রমিকদের বন্ধু হতে পারবেন না। নিউ ইয়র্কের এই ব্যবসায়ীর অতীতের কথা উল্লেখ করে ওবামা বলেন, ট্রাম্প কখনো শ্রমিকদের কথা ভাবেননি। মার্কিন ইতিহাসে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্টদের সাফল্যের ইতিহাস তুলে ধরেন ওবামা।

তার নিজের সময়ের কথা তুলে ধরে ওবামা বলেন, অর্থনৈতিক অগ্রগতি আর ৫০ শতাংশ বেকারদের কর্মসংস্থান হয়েছে তার সময়ে। গত রোববার ৯/১১ হামলার ১৫ বছর উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় অসুস্থবোধ করায় হিলারি অনুষ্ঠান ছেড়ে চলে যান।

পরে জানা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। তবে দ্রুতই সুস্থ্য হয়ে উঠছেন তিনি।