ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবে ২৩ জন মৃত্যুর  মামলা, ৫ আসামির জবানবন্দি

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবে ২৩ জন মৃত্যুর  মামলা, ৫ আসামির জবানবন্দি

শেয়ার করুন

b baria
।। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবিতে ২৩ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান। তিনি জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম আনোয়ার সাদাতের আদালতে তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন জামির মিয়া (৩৩), রাসেল (২২), খোকন মিয়া (২২), সোলায়মান (৬০) ও মিস্টু মিয়া (৬৭)।

অভিযুক্ত নৌকার মাঝি, সহযোগী ও মালিকরা বলেছেন, তাদের দুটি বাল্কহেড দ্রুত গতিতে চলছিল। যখন বাল্কহেডের সাথে যাত্রীবাহী নৌকাটির সংঘর্ষ ঘটে তখন যাত্রীবাহী নৌকাটি বাঁ দিকে মোড় নেয়। এ সময় নৌকাটির সাথে সংঘর্ষ হয়।

এছাড়া বাল্কহেড চালক জামির মিয়া এবং তার দুই সহযোগীও সাক্ষ্য দিয়েছেন, বাল্কহেডের কোনো ফিটনেস সার্টিফিকেট নেই।

ব্রাহ্মণবাড়িয়ার লইস্কা বিলে দুটি বাল্কহেডের (বালু ট্রলার) সঙ্গে সংঘর্ষে নৌকা ডুবির ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের ৪জন সদস্য হারানো সেলিম মিয়া বাদী হয়ে দুই বাল্কহেডের মালিক, নৌকার মাঝি ও সহযোগীসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।