‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিথ্যাচার করে সরকার’

‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিথ্যাচার করে সরকার’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিথ্যাচার করে সরকার রামপাল বিদ্যুত প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। সুন্দরবন ধ্বংস প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে সরকারের নিলির্প্ততার প্রতিবাদ ও বন রক্ষার দাবিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা’র পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য তুলে ধরে বক্তারা জানান: রামপাল বিদ্যুত প্রকল্প নির্মাণের প্রক্রিয়ায় ইতোমধ্যে হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির প্রস্তাব বাস্তবায়নে সুন্দরবন অঞ্চলে সব ধরনের স্থাপনা নির্মাণ কাজ বন্ধেরও দাবি জানান তারা।