মানবেতর জীবন কাটাচ্ছে চার শতাধিক চা শ্রমিক

মানবেতর জীবন কাটাচ্ছে চার শতাধিক চা শ্রমিক

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:

সাড়ে ৩ মাস ধরে বেতন আর রেশন বন্ধ। অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা-বাগানের ৪শর বেশি শ্রমিক। কয়েক মাস ধরে আন্দোলন করেও সংকটের সুরাহা হয়নি।

চা শ্রমিক
ফাইল ছবি

১ হাজার হেক্টর এলাকা নিয়ে ১৯১৫ সালে গড়ে উঠেছিল এই চা বাগান। শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী মিলিয়ে ৪১৫ জন। তাদের উপার্জনেই বেঁচে আছেন ৩ হাজার ২শ মানুষ।

২ বছর ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা পান না শ্রমিকরা। ৪ মাস ধরে বন্ধ বেতন, রেশন ও চিকিৎসা সেবা। অনাহার আর বিনা চিকিৎসায় সম্প্রতি ৬ শ্রমিকের মৃত্যুর অভিযোগ রয়েছে। এরা হলেন, নিতাই সাঁওতাল, পবন সাঁওতাল, লক্ষ্মীমণি বুমিক, বিষ্ণু কেউট, কাজী নজরুল ইসলাম ও বরণ চক্রবর্তী।

বাগান ম্যানেজার শাহজাহান ভূঁইয়া-সহ আরও ২ কর্মকর্তা ১৫ সপ্তাহ লাপাত্তা। মজুরি আর রেশন না মিললেও, বাগানের কাজ থেমে নেই। এরই মধ্যে আলটিমেটাম দিয়ে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকরা।

জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, মানববন্ধন, স্মারকলিপি- সম্ভাব্য অনেক কিছুই শ্রমিকরা করেছেন। সংকট নিরসনের চেষ্টা করছে জেলা প্রশাসনও। ভিজিএফ কার্ডের মাধ্যমে শ্রমিকদের রেশনও দেওয়া হচ্ছে।