কুমিল্লায় স্ত্রী-ছেলে হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা

কুমিল্লায় স্ত্রী-ছেলে হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হাউজিং এস্টেটে নাসিমা আক্তার ও ছেলে নাফিস হত্যার ঘটনায় নাসিমার স্বামী নাজমুল হাসানকে প্রধান আসামি ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Mamla, মামালাসোমবার নাসিমার পিতা খলিলুর রহমান এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব।

রোববার রাতে কুমিল্লা সদর উপজেলার হাউজিং এস্টেটের একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে নাসিমা আক্তার ও তার দেড় বছর বয়সী ছেলে নাফিসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমার গ্রামের বাড়ি বরুড়া উপজেলার কাদবা দেউড়া গ্রামে। স্বামীর বাড়ি কুমিল্লার চান্দিনায়।

পুলিশ জানায়, গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তাদের সেফটি ট্যাংকে ফেলে যায় ঘাতক। ওই বাড়িতে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা নাসিমার স্বামী নাজমুল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এর আগে বৃহস্পতিবার হাউজিং এস্টেটের ওই বাড়িতে মিম পেক্স এগ্রো কমপ্লেক্সে নিরাপত্তা প্রহরীর চাকুরী নেয়। শুক্রবার রাতে তার স্ত্রী নাসিমা ও ছেলে নাফিসকে ওই বাড়িতে নিয়ে আসে নাজমুল।

শনিবার থেকে নাজমুল অফিসে আসেনি। রোববার রাতে তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।