আঞ্চলিক সংঘাত নিরসনে আবারো সুচির নেতৃত্বে আলোচনা শুরু

আঞ্চলিক সংঘাত নিরসনে আবারো সুচির নেতৃত্বে আলোচনা শুরু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আঞ্চলিক সংঘাত নিরসনে নতুন করে আলোচনা শুরু করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। বুধবার মিয়ানমারের রাজধানী নাইপিদো-তে বিভিন্ন উপজাতি গোষ্ঠীর শতাধিক প্রতিনিধি এই আলোচনায় অংশ নেন। পাঁচ দিনব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হবে।

গত কয়েক দশক ধরে নিজেদের মধ্যে সংঘাত এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। আর নিজেদের মধ্যে লড়াইয়ের কারণে মিয়ানমারের সঙ্গে চীন ও ভারত সীমান্ত অরক্ষিতই থেকে যাচ্ছে বলে মনে করছে সরকার। তাই অং সান সুচির নেতৃত্বে দ্বিতীয় দফায় এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, গত বছর সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে উপজাতি নেতাদের সঙ্গে আলোচনা হয়। গতবারের মতো এবারও সশস্ত্র একটি জাতিগোষ্ঠী আলোচনায় অংশ নিচ্ছে না।