মম-নাঈমের প্রিয় প্রতিপক্ষ

মম-নাঈমের প্রিয় প্রতিপক্ষ

শেয়ার করুন

 

মম-নাঈমবিনোদন ডেস্ক :

মম আর নাঈম। ভালোবেসে বিয়ে করে সংসার পাতে। কিন্তু বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বাধা হয়ে দাড়ায় মমর মা। তিনি চাননা তার মেয়ে নাঈমের সঙ্গে সংসার করুক। তাই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে সংসারে বিরোধ সৃষ্টি হয়। এমনই ভালোবাসা আর ভালোবাসাহীনতার গল্প নিয়ে এটিএন বাংলায় ২৮ অক্টোবর রাত ১১টায় প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘প্রিয় প্রতিপক্ষ’।

মম-নাঈমপ্রসুন রহমানের রচনায় নাটকটি নির্মান করেছেন তরুন নির্মাতা মনন আসাদ। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের গড় হার বেড়ে চলেছে ক্রমশ। ডিভোর্স নামের এই শব্দটি মিথ্যে স্বাধীনতার নামে বড় বেশি সস্তা হয়ে গেছে। দীর্ঘ সময় চেনাজানা এবং সম্পর্কের পরও বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কিছুদিন যেতে না যেতেই বিয়ে ভেঙ্গে যাচ্ছে অবলীলায়। এই অবস্থায় সচেতনতা তৈরিতেই মূলত তৈরি হয়েছে এ নাটক।

মম-নাঈমনাটকের প্রধান দুটি চরিত্রের নাম অপু ও দীপা। নাটকটিতে অপু চরিত্রে অভিনয় করেছেন নাইম আর দীপা চরিত্রে জাকিয়া বারী মম। নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, তিষা, সুমন আচার্য্য, অপু, রাজীব রহমান, আরিয়ান, ঈশানা, মেঘা,  মৌসুমী প্রমুখ।