ঢাকাস্থ নজরুল সেন্টারের ফাউন্ডার ড. আল-আমীন খান এর উদ্যোগে নজরুল চর্চ্চার নানামুখী উদ্যোগের অংশ বিদ্রোহী কবিতার এই শতবর্ষ স্মারক প্রকাশনা আয়োজন। তিনি প্রকাশনা দুটির প্রকাশক ও পরিকল্পনাকারী। এ প্রসঙ্গে ড. আল-আমীন বলেন,’এ প্রজন্মের কাছে বিদ্রোহী কবিতার ভাব আর মর্মবাণী পৌঁছে দেয়ার একটা তাগিদ অনুভব করি। গত এক দশক আগে বিদ্রোহী কবিতার ৯০ বছর নিয়ে এদেশে কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে কিছু কাজ লক্ষ্য করা গেলেও শতবর্ষে এসে এবার সবাই যেন নীরব!
আমরা ঢাকাস্থ নজরুল সেন্টার সেই নীরবতাকে আমলে নিয়ে এবং সামাজিক দায়বোধের কারণে বিদ্রোহী কবিতা নিয়ে আমাদের এই আয়োজন। এই কাজটি করতে গিয়ে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।’
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা স্মারক গ্রন্থটি সম্পাদনা করেছেন ইকরাম আহমেদ।