বিদ্রোহী কবিতার শতবর্ষে নজরুল সেন্টারের দুই প্রকাশনা

বিদ্রোহী কবিতার শতবর্ষে নজরুল সেন্টারের দুই প্রকাশনা

শেয়ার করুন
270221489_1670876756637749_1210111499571025054_n
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষ্যে  ২৮ ডিসেম্বর সন্ধ্যে সাড়ে ৬টায় নজরুল সেন্টার কর্তৃক প্রকাশিত দুটি স্মারক গ্রন্থ  “বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা “ এবং  “100 YEARS OF THE POEM BIDROHI ( THE REBEL) 1921-2021 “ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

ঢাকাস্থ নজরুল সেন্টারের ফাউন্ডার ড. আল-আমীন খান এর উদ্যোগে নজরুল চর্চ্চার নানামুখী উদ্যোগের অংশ বিদ্রোহী কবিতার এই শতবর্ষ স্মারক প্রকাশনা আয়োজন। তিনি প্রকাশনা দুটির প্রকাশক ও পরিকল্পনাকারী। এ প্রসঙ্গে ড. আল-আমীন বলেন,’এ প্রজন্মের কাছে বিদ্রোহী কবিতার ভাব আর মর্মবাণী পৌঁছে দেয়ার একটা তাগিদ অনুভব করি। গত এক দশক আগে  বিদ্রোহী কবিতার ৯০ বছর নিয়ে এদেশে কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে কিছু কাজ লক্ষ্য করা গেলেও শতবর্ষে এসে এবার সবাই যেন নীরব!

270246273_1535135990182423_8638688863878893815_n

আমরা ঢাকাস্থ নজরুল সেন্টার সেই নীরবতাকে আমলে নিয়ে এবং সামাজিক দায়বোধের কারণে বিদ্রোহী কবিতা নিয়ে আমাদের এই আয়োজন। এই কাজটি করতে গিয়ে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।’

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা  স্মারক গ্রন্থটি সম্পাদনা করেছেন ইকরাম আহমেদ।